সমস্যা -১আমরা অনেকেই এন্ড্রোয়েড মোবাইল ব্যবহার করি। অনেকদিন ব্যবহার করার পর আপনার এন্ড্রোয়েড মোবাইলটি স্লো হওয়া অনিবার্য। কিন্তু আপনি নিশ্চয়ই চান না যেন আপনার মোবাইলটি স্লো হয়ে যাক।আজ আপনাদের দেব এমন ৭টি দরকারি ও কার্যকরী যা আপনার এন্ড্রোয়েড মোবাইল কে ফাস্ট করবেই করবে।তাহলে দেখে নেই টিপস গুলোঃ 

১ ফোন টি মাঝে মাঝে রিস্টার্ট করুন। রিস্টার্ট করলে আপনার মোবাইল এর সকল রানিং আপস ক্লোজ হয়ে যায়। তাই এটি কার্যকরী।২ মোবাইল এর আনিমেশন অফ করুন। এটি দিয়ে দুইটি লাভ হয়। এক-এটি আপনার মোবাইলকে ফাস্ট করবে। দুই-এটি আপনার মোবাইলের ব্যাটারি সেভ করবে৩ টাস্ক ম্যানেজার দিয়ে Unresponsive আপস ফোরস ক্লোজ করুন।৪ অ্যাপ cache পরিষ্কার করুন। পরিস্কার করতে অ্যাপ ব্যবহার করতে পারেন। যেমনঃ App Cache Cleaner৫ মোবাইলের inbuilt storage খালি রাখুন।৬ অদরকারি আপস এবং Widgets আনইন্সটল করুন৭ যদি কোন কিছুতেই কাজ না হয় তাহলে আপনারশেষ পথ রেসেট করা। সমসসা-২ছোট্ট কিন্তু কাজের টিউন টি আজ আপনাদের জন্য। সংগ্রহে রাখার মত। সাধের Android Mobile টা নিয়ে কি ঝামেলায় না পড়ি মাঝে মাঝে। ঘটাং করে Hang হয়ে গেল। কিন্তু এর জন্য তো আর Mobile টা দায়ী নয়। প্রধান সমস্যা কম RAM। মাত্র ১.৩৩ MB Size এর একটি Apps Install করে ১ মিনিটেই যাবতীয় বর্জ্য পরিষ্কার করুন, অন্যমাত্রা পায় কি না আপনার Mobile টা-দেখুন। যদি Apps টা ভাল লাগে, তবে আপনাদের সাথে Share করতে পেরেছি জেনে আমার ভালো লাগবে। এটি আপনার ফোনের Unused Hidden Storage, RAM, Internal Cache, SD Card এর External Cache পরিষ্কার করবে এবং আপনার ফোনের গতি অনেক বাড়াবে। আমার পরীক্ষিত। Google Playথেকে এর বিস্তারিত দেখুন আর মূল্য দেখুন-মাত্র 1.04 ডলার, অথচ এখানেএকদম Free-শুধু আপনার জন্য।